admin
27th Dec 2019 12:48 pm | অনলাইন সংস্করণ

রাজধানীতে হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি-বি) নেতৃস্থানীয় পর্যায়ের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ মিলি ক্লোরোফর্ম, ছুরি ও পিস্তল জব্দ করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় মাওলানা ভাসানী স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
Array