admin
01st Sep 2022 8:47 am | অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক:রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় তিনটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। প্রায় আধাঘণ্টার চেষ্টায় ৭টা ২৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল ৭টায় আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
Array