• ঢাকা, বাংলাদেশ

রাজধানী ছাড়াও ৩৪ জেলায় করোনার সংক্রমণ 

 admin 
13th Apr 2020 3:27 pm  |  অনলাইন সংস্করণ
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জানিয়েছে নতুন করে দেশের আরও চারটি জেলায় আক্রান্ত রোগী শন্তাক্ত হয়েছে ।
আক্রান্ত জেলাগুলো হলো- লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও ঝালকাঠি। এ নিয়ে রোববার পর্যন্ত রাজধানীর বাইরে ৩৪টি জেলায় সংক্রমণ পাওয়া গেল।
কভিড-১৯ শনাক্ত হওয়া রোগীদের অবস্থান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দেশের ৮টি বিভাগের মধ্যে এখন পর্যন্ত কেবল রাজশাহী বিভাগের কোনো জেলায় কোভিড–১৯ আক্রান্ত হিসেবে কেউ শনাক্ত হননি।
বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ঠেকাতে যেসব এলাকায় সংক্রমণ ধরা পড়েছে, সেখান থেকে লোকজন যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। আক্রান্ত ব্যক্তি যাঁদের সংস্পর্শে গিয়েছেন, তাদের শনাক্ত করা ও কোভিড–১৯ শনাক্তের পরীক্ষা বাড়াতে হবে। একই সঙ্গে যেসব জেলায় এখনো রোগী পাওয়া যায়নি, সেসব এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ সুরক্ষায় জোর দিতে হবে।
আইইডিসিআর তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দেশে মোট শনাক্ত হওয়া রোগীর (৬২১ জন) ৫০ শতাংশই রাজধানীর বাসিন্দা। এর বাইরে বিভাগওয়ারি হিসাবে আক্রান্তদের ৩৪ দশমিক ৭৮ শতাংশ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার।
রাজধানীসহ হিসাবে ধরলে মোট আক্রান্তের ৮৫ শতাংশই ঢাকা বিভাগের। এই বিভাগের ১৩টি জেলার মধ্যে ফরিদপুর ছাড়া বাকি ১২ জেলায় মোট ২১৬ জন শনাক্ত হয়েছেন।
সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন সংক্রমণ ছড়ানোর কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ জেলায়, ১০৭ জন। এ ছাড়া ঢাকা জেলায় ২২ জন, মাদারীপুরে ১৯ জন, গাজীপুরে ২৩ জন, মুন্সিগঞ্জে ১৪ জন, কিশোরগঞ্জে ১০ জন শনাক্ত হয়েছেন। এর বাইরে রাজবাড়ী, মানিকগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, টাঙ্গাইল ও শরীয়তপুরে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে ৬টিতে সংক্রমণ পাওয়া গেছে। এ বিভাগের চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি ১২ জন, কুমিল্লায় ৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন ও চাঁদপুরে ৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।
রোববার পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২ দশমিক ৪১ শতাংশ রংপুর বিভাগের। এই বিভাগের ৮টি জেলার ৫টিতে মোট ১৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি গাইবান্ধায়, ৬ জন। এই বিভাগের দুটি জেলায় প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছে- ঠাকুরগাঁওয়ে ৩ জন ও লালমনিরহাটে একজন। এ ছাড়া রংপুর জেলায় ২ জন, নীলফামারীতে ৩ জন শনাক্ত হয়েছেন।
আক্রান্তদের ২ দশমিক ২৫ শতাংশ ময়মনসিংহ বিভাগের। এখানকার চারটি জেলার সবকটিতেই সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে জামালপুরে ৬, ময়মনসিংহে ৫, শেরপুরে ২ ও নেত্রকোনায় একজন মিলিয়ে ১৪ জন শনাক্ত হয়েছেন।
খুলনা ও বরিশাল বিভাগে অন্যান্য বিভাগের তুলনায় রোববার পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা কম। খুলনা বিভাগে শুধু চুয়াডাঙ্গায় একজন রোগী শনাক্ত হয়েছেন।
বরিশালের ৬টি জেলার মধ্যে গতকাল পর্যন্ত বরগুনা, ঝালকাঠি ও পটুয়াখালী জেলা মিলিয়ে মোট ৭ জন শনাক্ত হয়েছেন। ঝালকাঠিতে গতকাল প্রথম সংক্রমণ শনাক্ত হয়।
Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১