
রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পর প্রথম হারের স্বাদ পেলেন সান্তিয়াগো সোলারি। লা লিগায় শনিবার এইবারের কাছে ৩-০ হেরে গেলেন সার্জিও রামোসরা। এই জয়ের ফলে লা লিগার টেবিলে এইবার ১৩ থেকে উঠে এল একেবারে সাত নম্বরে। আর রিয়াল মাদ্রিদ এই ম্যাচের পরে পড়ে থাকল ছয় নম্বরে। তাদের পয়েন্ট ১৩ ম্যাচে ২০।
হুলেন লোপেতেগি বরখাস্ত হওয়ার পরে রিয়াল সোলারিকে অস্থায়ী কোচ করেছিল। পরে ইউরোপের ক্লাব ফুটবলে আন্তর্জাতিক বিরতির সময় এই আর্জেন্টাইনকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ করে দলটি। দায়িত্ব নেওয়ার পরে সোলারির কোচিংয়ে প্রথম চারটি ম্যাচই জিতেছিল রিয়াল।
কিন্তু শনিবার মিউনিসিপ্যাল স্টেডিয়ামে সব হিসেব পাল্টে এইবার হারিয়ে দিল রিয়ালকে। এই ক্লাবটি রিয়ালের বিপক্ষে লা লিগায় এই প্রথম ম্যাচ জিতল। খেলার এক ঘণ্টার মধ্যেই তারা ফল ৩-০ করে ফেলে এইবার। গোল করেন গঞ্জালো এসকালেন্তে, সার্জি এনরিচ ও কিকে গার্সিয়া।
ম্যাচে ০-৩ হারলেও এমন নয় যে রিয়াল গোলের সুযোগ তৈরি করতে পারেনি। একবার গ্যারেথ বেলের মারা শট গোলে ঢুকলেও তা অফসাইডের জন্য বাতিল হয়। আর একবার করিম বেঞ্জেমার শট এইবারের লেফটব্যাক কোটে গোললাইন থেকে বের করে দেন।
বেল আরও একবার এবং লুকা মদ্রিচও বিপক্ষ গোলে ভাল শট নিয়েছিলেন। কিন্তু এইবারের গোলরক্ষক আসিয়ের রিয়েসগোর জন্য রিয়াল ব্যবধান কমাতে বা ম্যাচে ফিরতে পারেনি।
এই ম্যাচে ৬১ শতাংশ বল নিয়ন্ত্রণ করে রিয়ালিই। কিন্তু প্রতিপক্ষের গোলপোস্টে সঠিক লক্ষ্যে শট নিতে পেরেছেন মাত্র তিন বার। যেখানে গোলমুখে এইবার শট নেয় ৮ বার।
Array