
ঢাকা- বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ :
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এক শোক বার্তায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা জাতীয় পার্টির নেতা রেজওয়ান আহম্মেদ (৬৭) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পৃথক এক বার্তায়, জাতীয় পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি রেজওয়ান আহম্মেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় তিনি বলেন, মরহুম রেজওয়ান নিতান্তই একজন সদালাপী, মিষ্টবাসি এবং দক্ষ রাজনৈতিক কর্মী ছিলেন। আমরা তারঁ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য রেজওয়ান আহম্মেদ আজ বিকাল ৩ : ০০ ঘটিকায় কিডনী রোগে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিঊন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।