admin
06th Nov 2020 11:36 pm | অনলাইন সংস্করণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮ কেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।
শুক্রবার কাস্টমস গোয়েন্দার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করেন। এ সময় দুবাই থেকে আসা একটি ফ্লাইটে চার ঘণ্টা তল্লাশি করা হয়।
ওই ফ্লাইটের টয়লেটের নিচের ব্যবহৃত টিস্যু পেপার রাখার বাক্সের নিচের চেম্বারের অভিনব কায়দায় লুকানো ৬৮টি সোনার বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৭.৮৮৮ কেজিভ। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।
Array