admin
17th Apr 2020 12:12 pm | অনলাইন সংস্করণ

টাংগাইল প্রতিনিধি : বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার কালিয়ান বাজার এলাকায় বাবুল হোসেন (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাঁচ হাজার টাকা অনাদায়ে মাদকদ্রব্য আইনে ওই গাঁজা ব্যবসায়ীকে আরও তিন মাসের দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা। এই মাদক ব্যবসায়ী বাসাইল উপজেলার জসীহাটী গ্রামের আবুল হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়,
বাবুল হোসেন ময়মনসিংহের ভালুকা থেকে ২৫০ গ্রাম গাঁজা কিনে বাড়ি ফেরার পথে উপজেলার কালিয়ান এলাকাবাসী তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেয়।
আদালত পরিচালনাকারী
সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এ সাজা দেওয়া হয়েছে।
Array