
টাংগাইল, প্রতিনিধি, ৮ এপ্রিল ২০২০ইং :
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী করোনা প্রতিরোধে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও মাস্ক ও হ্যান্ডগ্লাভস দেওয়া হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিস, সখীপুর থানা, সখীপুর প্রেসক্লাবে মাস্ক, হ্যান্ডগ্লাভস ও সাবান দেওয়া হয়। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. শাহিনুর আলমের হাতে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল রেজা এ সামগ্রী তুলে দেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হূসনা লিজা জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজ এর নেতৃবৃন্দের ধন্যবাদ জানান।
এর আগে উপজেলা জাতীয় পার্টির দুস্থ ও অস্বচ্ছ কর্মীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় জাতীয় পার্টির সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সামাদ সিকদার, সাধারন সম্পাদক মাসুদ রানা, পৌর সভাপতি আয়নাল হক সিকদার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আলমগীর জাতীয় ছাত্র সমাজ সখিপুর উপজেলা শাখার সভাপতি নাদিম মাহমুদ, সাধারন সম্পাদক ওয়াহাবী প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় ছাএসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল রেজা বলেন, দেশের এ দুর্যোগে ব্যক্তিগতভাবে সখীপুরের মানুষের কথা ভেবে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী এই স্বাস্থ্য সামগ্রী পাঠিয়েছেন।
এ বিষয়ে কাজী আশরাফ সিদ্দিকী বলেন,
জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মাননীয় প্রধানমন্ত্রীর ৭২হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ কে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে জাতীয় পার্টির নেতাকর্মীদের সরকারকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তার ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Array