admin
29th Apr 2019 12:19 pm | অনলাইন সংস্করণ

সদরঘাটের হকার্স মার্কেটে রবিবার ভোরে আগুনে ১৭টি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিভেন জানান, ভোর পৌনে ৪টার দিকে হকার্স মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাহফুজ বলেন, ভোর সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি।
সদরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা শামস আরমান বলেন, আগুনে মার্কেটের ১৭টি দোকানের মালামাল পুড়ে গেছে।
Array