admin
06th Oct 2020 3:22 pm | অনলাইন সংস্করণ

শিশু জন্মহারের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরের অবস্থান একদম নিচে। আবার কোভিড-১৯ এর কারণে কিছু সংখ্যক দম্পতি সন্তান নেয়ার পরিকল্পনা পিছিয়েছেন। তাই করোনা মহামরিতে জনসংখ্যা বাড়াতে বোনাস দেবার প্রস্তাব দিয়েছে দেশটির সকরার।
এ বোনাসের আওতায় দম্পতিদের এককালীন টাকা দেয়া হবে। এ প্রসঙ্গে সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী বলেন, কীভাবে এ ভাতা প্রদার করা হবে এবং এর পরিমাণ কতো হবে সেটা পরে জানিয়ে দেয়া হবে।
করোনা মহামারিতে আর্থিক সমস্যা এবং চাকুরি না থাকায় অনেকে পড়েছেন বিপাকে। এর মধ্যেই নুতন এই বোনাসের প্রস্তাব করলো সিঙ্গাপুর।