ঢাকা, শনিবার, ১৬ মে-২০২০ : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, করোনা প্রতিরোধে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে সচেতনতার সাথে। তিনি বলেন, মহা দূর্যোগে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তাই, সমাজের বিত্তবানরা হতদরিদ্রদের পাশে থাকুন। অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হতে সবার প্রতি আহবান জানিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ সকালে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্বরে খেটে খাওয়া কয়েকশো মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় সামজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ নিতে আসা মানুষেরা ত্রাণ সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিতছিল।
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.