
নির্মিত হলো নাটক ‘পারফিউম’। মিজানুর রহমান বেলালের রচনায় এটি নির্মাণ করেছেন তপু খান। নাটকে একজনের মৃত্যু ও পারফিউমকে ঘিরে গল্প এগোতে দেখা যাবে। একজনের মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। সন্দেহ করা হয় একটি পারফিউমই মৃত্যুর কারণ। এদিকে ঘটনা মোড় নেয় অন্যদিকে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া, ইভান সাইরসহ অনেকে। নাটকটি প্রসঙ্গে ইভান সাইর বলেন, ‘দারুণ একটি গল্প। নাটকে আমার কাজিন নাদিয়া। তাকে আমি খুব পছন্দ করি। তাকে একটি পারফিউম উপহার দেই। কিন্তু নাদিয়া পছন্দ করে ইরফান সাজ্জাদকে। আমার দেয়া পারফিউমটি সে সাজ্জাদকে উপহার দেয়। আর সেটি ব্যবহার করে সাজ্জাদের এক বন্ধুর মৃত্যু হয়। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য মাঠে নামে পুলিশ।’ নির্মাতা জানান, নাটকের গল্প রহস্যে ঘেরা। এর শুটিং হয়েছে উত্তরার একটি শুটিং বাড়িতে। আরটিভির প্রচারিত ধারাবাহিক নাটক ‘সময়ের গল্প’র একটি খণ্ড ‘পারফিউম’। সপ্তাহের যেকোনো রোববার রাত ৮টা ১০ মিনিটে নাটকটি প্রচার হবে।
Array