
জাপার সংসদীয় দলের ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আমরা মহাজোটে ছিলাম, আছি থাকবো। জাতীয় পার্টির পার্লামেন্টারী পার্টির বৈঠকে এমন সিদ্ধান্তই হয়েছে। আমরা মহাজোট থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছি। মহাজোটের সঙ্গেই থাকার বিষয়ে সংসদ সদস্যরা অভিমত দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় দশম সংসদের বিরোধীদল নেতা রওশন এরশাদের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পার্টির কো- চেয়ারম্যান জিএম কাদেরও সরকারে থাকার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ তারা বিরোধীদল যেতে আগ্রহী না। বিগত সংসদের মতোই সরকারে থাকতে চায়। এর আগে শপথ শেষে রুদ্ধদ্বার বৈঠকে বসেন জাতীয় পার্টির ২১ জন সংসদ সদস্য।
বৈঠকে পার্টির সংসদীয় দলের নেতা এবং সংসদে জাপার ভূমিকা কি হবে এ নিয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে। তাবে এ বৈঠকে জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ উপস্থিত ছিলেন না।
বৈঠকে উপস্থিত ছিলেন- নীলফামারী-৩ আসনের এমপি রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান, লালমনিরহাট-৩ আসনের এমপি জিএম কাদের, রংপুর-১ আসনের এমপি মশিউর রহমান রাঙ্গা, রংপুর-৩ আসনের এমপি এইচ এম এরশাদ, কুড়িগ্রাম-২ আসনের এমপি পনিরউদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ আসনের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, পিরোজপুর-৩ আসনের এমপি রুস্তম আলী ফরাজী, ময়মনসিংহ-৪ আসনের এমপি রওশন এরশাদ, ময়মনসিংহ-৮ আসনের এমপি ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ আসনের এমপি মুজিবুল হক চুন্নু, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান, ফেনী-৩ আসনের এমপি মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনের এমপি আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ আসনের এমপি কাজী ফিরোজ রশিদ, বরিশাল-৬ আসনের এমপি রত্না আমিন হাওলাদারর, বরিশাল-২ আসনের এমপি গোলাম কিবরিয়া টিপু , বগুড়া-২ আসনের এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনের এমপি নুরুল ইসলাম তালুকদার।
Array