
ঢাকা, ১০ অক্টোবর, শনিবার, ২০২০ইং: আজ দেশব্যাপী জাতীয় যুব সংহতির প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় যুব সংহতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে ধর্ষণ মামলার বিদ্যমান আইন সংশোধন করে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে ধর্ষণকারীদের বিচার ০৩ (তিন) মাসের মধ্যে সম্পন্ন করে দ্রুততার সাথে রায় কার্যকর করার দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ তার শাসনামলে নারীর প্রতি এসিড সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন করে বিচারের রায় দ্রুত বাস্তবায়ন করে দেশ থেকে এসিড সন্ত্রাস চিরতরে নির্মূল করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সামাজিক ব্যাভিচার খুন, রাহাজানি,সন্ত্রাস বন্ধ করে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় দ্রæততার সাথে ধর্ষণ আইন সংশোধন করে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় যুব সংহতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটন এর সভাপতিত্বে এবং জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতি,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ ও মানবন্ধন কর্মসূচিতে জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোঃ বেলাল হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য- মোঃ হেলাল উদ্দিন, মোঃ জহিরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক ভুইয়া,এমএ সোবহান,শাহজাহান কবির, মোঃ শহিদ হোসেন সেন্টু, আবু সাঈদ স্বপন, মাইনুদ্দিন,জিয়াউর রহমান বিপুল, হাজী মোঃ রমজান ভুইয়া, আরিফুল ইসলাম রুবেল, ফরহাদ হোসেন, ইউসুফ আলী লস্কর, জুবরাজ নাজিম উদ্দিন, ছাত্রনেতা আতাউল্লাহ আরিফ, উজ্জল চাকমা, মোঃ সোহান রানা, শামসেদ তাবরেজ সহ ঢাকা মহানগর উত্তর,দক্ষিণ ও নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Array