
ঢাকা, শুক্রবার, ২৮ আগষ্ট -২০২০ : একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও বরেণ্য কথা সাহিত্যিক রাহাত খান-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রয়াত রাহাত খান ছিলেন একজন আপাদমস্তক সাংবাদিক। গণমাধ্যমের প্রতি তাঁর অনুপম অনুরাগ ছিলো অনন্য উচ্চতায়। পেশার প্রতি সততা, নিষ্ঠা ও একাগ্রতার প্রতীক হয়ে থাকবেন রাহাত খান। তিনি সাংবাদিকতার পাশাপাশি বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রেখেছেন। একুশে পদক ও বাংলা একাডেমী সাহিত্য পুরুস্কার সহ অসখ্য অর্জন প্রমাণ করে প্রয়াত রাহাত খান-এর মেধা ও যোগ্যতার। রাহাত খান-এর মৃত্যুতে বাংলাদেশের গণমাধ্যম ও বাংলা সাহিত্যে যে শুন্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হবার নয়।
একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও বরেণ্য কথা সাহিত্যিক রাহাত খান-এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
Array