
আচমকা এক ঝড়ে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটান দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। নেমে পড়েন দাবি আদায়ের লড়াইয়ে। ১১ দফা দাবিতে সাকিবরা করেন ধর্মঘট। সোম থেকে বুধ এই তিন দিন দুঃসময়ের একটা ক্রান্তিকালের মধ্য দিয়েই গেছে দেশের ক্রিকেট।
ক্রিকেটারদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে দাবি পূরণের ব্যাপারে সাকিবদের আশ^স্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের খেলা বাতিল করার ইচ্ছে ছিল বোর্ডের। কিন্তু খেলোয়াড়রা জানান খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত তারা। আজ থেকে শুরু হচ্ছে ঝুলে থাকা সেই রাউন্ড। জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন না এই রাউন্ডে। তবে কালই মাঠে নেমে পড়েছেন তারা। শুরু করেছেন ভারত সফরের চার দিনের প্রস্তুতি ক্যাম্প।
বাংলাদেশের ক্যাম্প শুরু হলো টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিবকে ছাড়াই। তবে বিশ^সেরা অলরাউন্ডার গা গরমের প্রথম দিনে যোগ না দিলেও ছিলেন ইমরুল কায়েস। যাকে ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের দলেই রাখেননি নির্বাচকরা। তাতে আভাস মিলছে যে, যে কোনো সময় ভারত সফরের দলে ঢুকে যেতে পারেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। ইমরুলের দলের সঙ্গে অনুশীলন করার অর্থ হচ্ছে- তামিম ইকবালের ব্যাকআপ হিসেবে প্রস্তুতি নেওয়া।
কাল ঢাকায় পা রেখেছেন বাংলাদেশের ভাবি স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি। জাতীয় দলের অনুশীলনে ক্রিকেটারদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন কিউই কিংবদন্তি। স্পিনারদের সঙ্গে প্রত্যাশিত আলোচনা করতে তাকে তো দেখা গেছে বটেই, ইমরুলের সঙ্গেও অনেকটা সময় কথা বলতে দেখা গেছে তাকে। হয়তো পরিচয় পর্বটা সেরে নিতেই শিষ্যদের সঙ্গে আলাপ-আলোচনা। তবে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে ভেট্টরির দীর্ঘ সময়ের কথোপকত্থনকে বলা যায় ভারত সফরের রণ পরিকল্পনার অংশ।
সাকিবের না থাকা ও ইমরুলের থাকার মধ্যে অবশ্য কোনো যোগসূত্র নেই। ইমরুলকে রাখা হয়েছে তামিম ইকবালের ‘ব্যাক আপ’ হিসেবে। পারিবারিক কারণে তামিমের টি-টোয়েন্টি সিরিজে না থাকার শঙ্কা আছে খানিকটা। শেষ পর্যন্ত তিনি না গেলে ভারতে যাবেন ইমরুল। এ জন্যই প্রস্তুত রাখা হচ্ছে তাকে।
সাকিবের ক্যাম্পে না যোগ দেওয়াটা একটা সংশয় বাধিয়ে দিয়েছিল। মাঠে নির্বাচক হাবিবুল বাশার সুমনের উপস্থিতি ছিল, কিন্তু একটু আড়ালেই থাকলেন তিনি। সাকিব কেন আসলেন না সেটার উত্তর মিলেছে প্রধান কোচ ডমিঙ্গোর কাছ থেকে। দক্ষিণ আফ্রিকান কোচ জানান অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দেননি অধিনায়ক। আজ থেকে সাকিব শুরু করবেন ভারত সফরের আনুষ্ঠানিক প্রস্তুতিপর্ব।
অনুশীলন করেননি তামিমও। বাঁ-হাতি ওপেনার যে প্রথম দিন অনুশীলন করবেন না সেটা অনুমিতই ছিল। তবে মাঠে এসেছেন তামিম। পাঁজরের চোটের কারণে কিছুটা অস্বস্তিতে ভুগছেন তিনি। আজ থেকে তিনি অনুশীলন করতে পারবেন কিনা সেটারও নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।