
দীর্ঘ ১ বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর গতকাল (বুধবার) থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান। তার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। টাইগার অলরাউন্ডারের ফেরা নিয়ে খুশি সাকিবের স্ত্রী উম্মে আল হাসানও। তাই তো আতশবাজিতে সাকিবের মুক্তির আনন্দ উদযাপন করেছেন তিনি।
সাকিবের মুক্তির খবরে তার পরেই হয়ত সবচেয়ে বেশি খুশি স্বয়ং সাকিব স্ত্রী শিশির। এরপরেই আসতে পারে সাকিবপ্রেমীরা। এক্ষেত্রে শিশিরও সাকিবপ্রেমীদের কাতারেই পড়েন। তাই তো উচ্ছ্বসিত শিশির জমকালো আতশবাজির মাধ্যমে সাকিবের মুক্তির আনন্দ উদযাপন করলেন। এরপর নিজের ফেসবুকে আতশবাজির ভিডিও আপলোড করে শিশির লিখেছেন, সাকিবের ক্রিকেট প্রত্যাবর্তনে এই আনন্দ। এমন জমকালো উদযাপনই তার প্রাপ্য।
সাকিব যতটুকু সময়ে নিষেধাজ্ঞায় ছিলেন এই সময়ে বাংলাদেশ ম্যাচ খেলেছে মোট ১৪টি। এর মধ্য ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি। এই ম্যাচগুলো সাকিব নিষেধাজ্ঞায় থাকার কারণে খেলতে না পারলেও কথা রয়েছে আগামী মাসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে খেলায় ফিরবেন তিনি। এতে খেলার কথা রয়েছে দেশের ইতিহাসে সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও।
সাকিব নিজেও দ্রুত ক্রিকেটে ফিরতে চান বলে ইঙ্গিত দিয়েছেন। এ ব্যাপারে নিউইয়র্কে প্রবাসী বাঙালি কর্তৃক আয়োজিত সাকিবকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দ্রুত ক্রিকেটে ফিরতে হলে আমাকে দেশেও তাড়াতাড়ি ফিরতে হবে। এরপর বিসিবির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। এদিকে সাকিবের ফেরা নিয়ে রাশি রাশি সংবাদ হচ্ছে দেশীয় গণমাধ্যমগুলোতে। এ ব্যাপারে বিশ্ব গণমাধ্যম সাকিবকে নিয়ে কী বলছে?
বাংলাদেশের পর সাকিব আল হাসানকে নিয়ে সবচেয়ে বেশি সরব ক্রিকেটপ্রেমী দেশ ভারতের সংবাদমাধ্যমগুলো। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়া নিয়ে দুদিন আগে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, আইসিসির দেয়া ১ বছরের শাস্তি শেষ হচ্ছে সাকিব আল হাসানের। তাকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও তার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে মুখিয়ে রয়েছেন। ভারতীয় আরেক সংবাদ মাধ্যম এনডিটিভিও সাকিবকে নিয়ে লিখেছে, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে সাকিবের ফেরার জন্য অপেক্ষা করছে।
বর্তমানে এই অলরাউন্ডার অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ধারণা করা হচ্ছে আগামী মাসে দেশে ফিরবেন তিনি। দি হিন্দুর মতে, সাকিব নিউইয়র্ক থেকে অতি দ্রুত দেশে ফিরবেন বলে আশা করছে বাংলাদেশের মানুষ।
Array