
কলকাতার ইডেন গার্ডেনে আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশের দিবারাত্রির আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। ইতিহাসে প্রথমবারের মতো হতে যাওয়া ক্রিকেটের দুই শক্তিধর দেশের মধ্যে এ দিবারাত্রির লড়াইয়ে থাকবেন না সাকিব আল হাসান। তবে কলকাতার ক্ষুদে ক্রিকেটারদের আশা, সাকিব ফিরবেন আরও শক্তিশালী হয়ে।
কলকাতায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কতটা জনপ্রিয় সেটা ক্ষুদে এক ক্রিকেটারের কথা থেকেই বোঝা যায়।
ক্ষুদে ক্রিকেটার বলে, সাকিব বাংলাদেশের খেলোয়াড়। তার জন্য খারাপ লাগছে। কারণ সে আমার পছন্দের খেলোয়াড়।
মঙ্গলবার সন্ধ্যায় সাকিবকে নিষিদ্ধ করার আইসিসির সিদ্ধান্ত ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। হতভম্ব হয়ে যান সাকিব ভক্তরা। ভারত সফরে বাংলাদেশ দলে নেই তামিম ইকবালও। ব্যক্তিগত কারণে তিনি ছুটিতে রয়েছেন।
দুজন কলকাতা বেড়াতে আসা বাংলাদেশি পর্যটকের একজন বলেন, সাকিব ছাড়া খেলাটা জমবে না। সে থাকলে ভালো হতো।
আগামী ২২ নভেম্বর ইডেন গার্ডেনে আনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশের ঐতিহাসিক ম্যাচ। যারা সেদিন খেলা দেখতে কলকাতায় আসতে পারবেন না, তাদের অনেকেই একনজর দেখে নিচ্ছেন অনেকে।
২২ গজের যুদ্ধে ভারতের বিপক্ষে বাংলাদেশ কঠিন লড়াই করবে। তবে কলকাতার মাটিতে সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে অনেকটাই বেগ পেতে হতে পারে বলে মত দুই দেশের ক্রিকেটপ্রেমীদের।