
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনুকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল তিনটার দিকে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মজনুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিতে ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে এ রিমান্ড চাওয়া হয় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা
বুধবার (৮ জানুয়ারি) ভোরে মজনুকে রাজধানীর শ্যাওড়া থেকে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর বাবা গত সোমবার ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।
রবিবার (৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুর্মিটোলা নামার পর তাকে ফুটপাতের ঝোপে নিয়ে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে ওই শিক্ষার্থী রিকশায় বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
Array