
ঢাকা, বৃহস্পতিবার ২৯ নভেম্বর-২০১৯ : জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি আহবায়ক পীর ফজলুর রহমান মিজবাহ এমপি বলেছেন, দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে দেশের মানুষ এখন জাতীয় পার্টির ওপরেই আস্থা রাখছে। সাধারন মানুষের কাছে জাতীয় পার্টিই আগামী দিনের সম্ভাবনাময় বিকল্প শক্তি। আমরা গণমানুষের স্বার্থে কর্মসূচি দিয়ে সাধারন মানুষের আস্থা অর্জন করবো। জাতীয় পার্টির বর্তমান নেতৃত্বে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ্। তিনি গতকাল বুধবার বিকেলে সুনামগঞ্জ বিডি হলে আয়োজিত সুনামগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কর্মী সম্মেলন ২০১৯ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সম্মেলন
প্রস্তুতি কমিটির সদস্য আবদুল কাদির এর
সভাপতিত্বে আয়োজিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান বক্তা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক উপকমিটির আহবায়ক, সাবেক ছাত্রনেতা আবু সাঈদ স্বপন, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য
আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সাবেক পৌর
প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, জাতীয়
স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি
কমিটির সদস্য তাজ উদ্দিন আহমেদ বাবুল
ও এম, এ, কাইয়ুম।
স্বেচ্ছাসেবক পার্টি নেতা আব্দুল কুদ্দুস এর উপস্হাপনায় কর্মী সম্মেলনে উপস্হিত ছিলেন
স্হানীয় জাতীয় পার্টি নেতা সামছুল আলম, আবদুল মান্নান, সাজ্জাদুর রহমান সাজু, মনির
উদ্দিন মনির, স্হানীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা
সাজিদুর রহমান সাজিদ, এরশাদ হোসেন, মোঃ
ইব্রাহিম খলিল প্রমূখ।
কর্মী সম্মেলন সর্বসম্মতিক্রমে আবদুল কাদির
কে সভাপতি, আবদুল কুদ্দুছ কে সিনিয়র সহ
সভাপতি ও সাজিদুর রহমান সাজিদ কে
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়
বিঃদ্রঃ সুনামগন্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক
পার্টির পূর্ণাঙ্গ তালিকা পরে প্রকাশ করা হইবে।