
(প্রেস বিজ্ঞপ্তি)
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর-২০১৯ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে দেশের মানুষ এখন জাতীয় পার্টির ওপরেই আস্থা রাখছে। সাধারন মানুষের কাছে জাতীয় পার্টিই আগামী দিনের সম্ভাবনাময় বিকল্প শক্তি। তিনি বলেন, যারা বিগত দিনে জাতীয় পার্টি ছেড়ে গেছে, তারা প্রত্যাশিত রাজনীতি না পেয়ে আবারো জাতীয় পার্টিতে ফিরে আসছে। আমরা গণমানুষের স্বার্থে কর্মসূচি দিয়ে সাধারন মানুষের আস্থা অর্জন করবো। জাতীয় পার্টির নেতৃত্বে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বো।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জামালপুর জেলার জেপি ও বিজেপি থেকে ২০ জন আইনজীবী জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান তাদের জাতীয় পার্টিতে স্বাগত জানিয়ে বক্তৃতা করছিলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশপ্রেম, দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্য এবং সাংগঠনিক ঐক্য দিয়ে জাতীয় পার্টি দেশের সাধারন মানুষের আশা-আকাংখা পুরণ করবে।
এরিক এরশাদ ও বিদিশা সিদ্দিক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমি কাঁদা ছোঁড়াছুড়ি করছিনা, আমি রাজনীতি করি। রাজনীতি করতে গেলে শতভাগ মানুষের সমর্থন পাওয়া যায়না। রাজনীতি করতে গেলে অনেক সময় বাইরের মানুষ ও আমার জন্য জীবন দিবে আবার খুব ক্লোজ মানুষও আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। এটা পৃথিবীর ইতিহাসে সব সময় ছিলো এবং আছে। আমাকে নিয়ে কে কি বলেলো, তা নিয়ে ভিষন ভাবে মগ্ন থাকলে, দেশের জন্য-জাতির জন্য কাজ করা আমার জন্য সম্ভব হবেনা। আমি সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি, দেশের মানুষও আমাকে সেভাবেই গ্রহণ করেছে আশা করছি। সাধারন ভাবে ভালো কাজ করতে গেলে, কিছু মানুষ বাঁধা সৃষ্টি করবে, সেগুলো আমরা যথাযথ ভাবে নিস্পত্তি করবো।
এসময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, আগামী দিনের রাজনীতির নেতৃত্ব জাতীয় পার্টির হাতে। তাই দল আরো শক্তিশালী করতে তৃনমূল নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।
বার্তা প্রেরক
এম এ রাজ্জাক খান
যুগ্ম দফতর সম্পাদক
জাতীয় পার্টি ।
০১৭১২৫৮৩৬৬৪