• ঢাকা, বাংলাদেশ

সাফারি পার্কে বাঘের আক্রমণে শ্রমিক আহত 

 admin 
14th Mar 2021 11:19 pm  |  অনলাইন সংস্করণ

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের আক্রমণের শিকার হয়েছেন পার্কে কর্মরত এক শ্রমিক। তার নাম  মজনু মিয়া (৩২)। আজ রোববার  সকাল  সাড়ে দশটার দিকে তিনি কোর সাফারিতে কাজের সময় বাঘের আক্রমণের শিকার হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মজনু মিয়া পার্কের আউটসোর্সিং কর্মী হিসাবে কাজ করতো পার্কে ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুত্র জানান, সকাল  সাড়ে দশটার দিকে একটি বেঙ্গল টাইগার (বাঘ) পার্কের কোর সাফারির ভেতরে অবস্থিত বাঘ বেষ্টনীর দেয়াল টপকে বাইরের একটি বেষ্টনীতে চলে আসে। এ সময়  দেয়ালের অপরপ্রান্তে কাজ করছিলেন শ্রমিক মজনু মিয়া । পরে বাঘটি সহজেই তাকে কাছে পেয়ে বাম হাতে কামড় বসিয়ে দেয়। এ সময় নিজ চেষ্টায় তিনি দৌঁড়ে প্রাণে বাঁচেন।

সূত্র আরো জানিয়েছে, পার্কের বেশ কিছু প্রাণীর বেষ্টনির দেয়াল নড়বড়ে হয়ে পড়েছে। মাঝে মধ্যেই বিভিন্ন প্রাণী প্রাচীরের বাইরে বের হয়ে পড়ে। পরে তা কৌশলে বেষ্টনির ভিতরে নিতে হয়।

অন্য একটি সুত্র জানায়, সম্প্রতি পার্কের বিভিন্ন প্রাণির বেষ্টনিসহ বেশ কিছু অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। ইতোমধ্যে বিভিন্ন প্রাণির ভাঙা বেষ্টনিগুলো মেরামত করা হচ্ছে। এরই ফাঁকে বাঘটি বের হয়ে পড়ে। এমন খবর পেয়ে পার্কের অন্যান্য কর্মীরা বাঘটিকে কৌশলে খাঁচায় ফিরিয়ে নিতে সক্ষম হয়। আহত অবস্থায় শ্রমিক মজনুকে হাসপাতালে নিয়ে যান সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান। তিনি সার্বক্ষণিক তার পাশে ছিলেন। এ সময় অন্য কর্মকর্তারাও তার পাশে ছিলেন।

তবে এ বিষয়ে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, আমরা দ্রুত আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বের হওয়া বাঘটিও বেষ্টনিতে ফেরানো হয়েছে।  প্রাথমিক চিকিৎসা শেষে করে র‍্যাভিস ভ্যাকসিন দিয়ে আহত মজনুকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে চিকিৎসক। কিছু নিয়ম মেনে চলতে ও বিশ্রামে থাকতে বলা হয়েছে। আহত মজনু এখন অনেকটাই নিরাপদ ও ভাল আছে বলে নিশ্চিত করেন এ কর্মকর্তা।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১