
ডেস্ক রিপোর্টঃ বাকেরগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে ও জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকীতে বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনের সাংসদ জাপার প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনার নির্দেশে সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করেছে জাতীয় ছাত্র সমাজ বাকেরগঞ্জ উপজেলা,পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ।
এসব কর্মসূচীর মধ্যে রয়েছে- করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ, এলাকাগুলোতে সচেতনতামূলক প্রচার-প্রচারণা করা এবং গাছ রোপন।
রবিবার বিকালে পুলিশ সুপার মার্কেট,স্কুলপাড়া,কাঠেরপুল,সংগীতা সিনেমাহলসহ বিভিন্ন স্থানে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা ছাত্র সমাজের নেতা আবদুল্লাহ আল আজাদের নেতৃত্বে সকল কর্মসূচি সম্পূর্ণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্র সমাজ নেতা মোঃসাগর হাওলাদার,নাঈম হাওলাদার, কলেজ ছাত্র সমাজের যুগ্ম সাংগঠনিক সম্পাদক অনিক খাসকেল ও ধর্ম বিষয়ক সম্পাদক ফেরদৌস হাওলাদার প্রমুখ।
স্থানীয় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনার অর্থায়নে কার্যক্রম পরিচালনা করছে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ।
করোনা প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি পালকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচিও পালন করা হয়।
Array