
ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০ : সাতক্ষিরা-০২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা আলহাজ্ব এমএ জব্বার ইন্তোকাল করেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আজ সকাল ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। মরহুম এমএ জব্বার মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে সহ অসখ্য আত্মীয়-স্বজন, ভক্ত ও অনুরাগী রেখে গেছেন।
সাতক্ষিরা-০২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ জব্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, মরহুম এমএ জব্বার ছিলেন গণমানুষের অনুরাগে সিক্ত একজন নেতা। তাঁর মৃত্যুতে জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ একজন অভিভাবক হারালো। মরহুম এমএ জব্বার বেঁচে থাকবেন তার কর্ম ও উন্নয়নের মাঝে।
সাতক্ষিরা-০২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা এমএ জব্বারের মৃত্যুতে অনুরুপ শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।
Array