
সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রসমাজ।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে কাকরাইলস্থ জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভপূর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশে যে হারে খুন ধর্ষণ বেড়ে চলেছে তাতে করে মা-বোনেরা আজ ঘরের বাইরে যেতে নিরাপত্তাহীনতায় ভুগছে। পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান অপবিত্র করা হচ্ছে। এর বিরুদ্ধে দেশের ছাত্র জনতা ফুঁসে উঠেছে। প্রভাবশালীদের প্রশয়ে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে সন্ত্রাসীদের পাশাপাশি আশ্রয় প্রশয়দারীকেও শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সমাবেশে নেতারা আগামী বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, আগামীকাল মঙ্গলবার থেকে সকল জেলা/উপজেলা/থানায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন।
ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মো. ইব্রাহীম খাঁন জুয়েলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন,সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান রিপন,সহ-সভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, মোঃ জামাল হোসাইন, অর্নব চৌধুরী, আফসানা ইয়াসমিন শান্তনু, শাহারিয়ার রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষণ বিশ্বাস, আলামিন সরকার, ইব্রাহীম খলিল, দফতর সম্পাদক মো. রুহুল আমিন গাজী বিপ্লব, আইন বিষয়ক সম্পাদক মাহমুদ তপু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. দ্বীন ইসলাম, যুগ্ম দফতর সম্পাদক ফকির আল মামুন, কেন্দ্রীয় সদস্য মো. মানিক খান, রুবেল সিকদার, জাহিদুল ইসলাম জাহিদ, সামিউল সোহাগ, এস আই শাকিল প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট হয়ে আবার কাকরাইল জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় এসে শেষ হয়।
Array