admin
27th Jun 2021 10:22 pm | অনলাইন সংস্করণ

নিজের দায়ের করা ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলার অগ্রগতি দেখতে গতকাল (রবিবার) সাভার মডেল থানায় এসেছিলেন চিত্র নায়িকা পরীমণি। এ সময় সাভার মডেল থানায় পরীমণিকে মিষ্টি খাইয়ে আপ্যায়ন করা হয়।
অপরদিকে, পরীমণির মামলার প্রধান দুই আসামী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি পাঁচ দিনের রিমান্ডে সাভার মডেল থানায় আছেন।
দেখা গেছে, গতকাল প্রায় আড়াইটার দিকে চিত্র নায়িকা পরীমণি সাভার মডেল থানায় আসেন। এরপর পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দেয়। থানায় সকল ধরনের লোকজন প্রবেশ করলেও গণমাধ্যম কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান দায়িত্বরত পুলিশ সদস্যরা। বেলা আড়াইটা থেকে সাভার মডেল থানা ফটকে পরীমণির সাক্ষাতকারের জন্য অপেক্ষা করতে থাকেন গণমাধ্যম কর্মীরা। অবশেষে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে পরীমণি থানা থেকে বের হয়ে যান।
থানার প্রধান ফটকে গাড়িতে বসেই পরীমণি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। এ সময় তিনি জানান, মামলার অগ্রগতি দেখতেই তিনি থানায় এসেছেন। এ সময় তিনি থানাতে খাওয়া দাওয়া করলেন। তিনি আরো আগেই আগে আসার কথা ছিল কিন্তু আসতে পারেননি।
তিনি বলেন, ওখানে (বোট ক্লাবে) যা যা ঘটেছিল সে কথাগুলো আমাকে বলতে হয়েছে। পরীমণি দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত থানায় অবস্থান করেন।
এ ব্যাপারে চেষ্টা করেও সাভার মডেল থানার কোন কর্মকর্তার সাক্ষাতকার পাওয়া যায়নি।
অপরদিকে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও উত্তরা ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির পাঁচদিনের রিমান্ডের গতকাল রোববার) শেষ দিন চলছে বলে থানা সূত্র জানায়।
Array