• ঢাকা, বাংলাদেশ

সিএসআর ফান্ডের একটা অংশ ক্রীড়া খাতে ব্যয় করার ব্যাপারে চিন্তা করছে সরকার 

 admin 
27th Jun 2025 10:24 pm  |  অনলাইন সংস্করণ

অনলাইন ডেস্ক:     করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ফান্ডের একটা অংশ ক্রীড়া খাতে ব্যয় করার ব্যাপারে চিন্তা করছে সরকার— এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। শুক্রবার (২৭ জুন) রমনা টেনিস কমপ্লেক্সে ‎ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আশীফ মাহমুদ বলেন, বিগত সময়ে স্টেডিয়াম করতে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। কিন্তু সেই টাকা ক্রীড়া মন্ত্রণালয়ে এলে অনেক উন্নতি হতে পারতো। মানুষ মনে করে খেলাধুলা শুধু প্রফেশনালি করা উচিত। কিন্তু সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্বে আসার পর থেকে খেলাধুলায় মনোযোগ দিতে পারিনি। এখন আবার বিভিন্ন খেলাধুলায় সক্রিয় হচ্ছি। এ সময় খেলাধুলার সাথে যুক্ত না থাকার কারণে বর্তমান প্রজন্ম অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রসঙ্গে তিনি বলেন, বিসিবি নির্বাচন যথাসময়েই হবে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালকদের পারফরম্যান্স মূল্যায়ন করার এখতিয়ার সরকারের রয়েছে। অন্য নির্বাচিতদের ক্ষেত্রে মূল্যায়ন করবে বিসিবি।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১