admin
29th May 2019 1:45 pm | অনলাইন সংস্করণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বর্তমান প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৮ মে) দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবু জাফর।
সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, বুধবার (২৯ মে) পার্টি সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা নিবেদনের জন্য আবু জাফর আহমেদের মরদেহ সিপিবি কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে নেওয়া হবে। এরপর সিপিবি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ তার জন্মস্থান মৌলভীবাজারে নিয়ে যাওয়া হবে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর তার দাফন করা হবে।
আবু জাফর আহমেদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।
Array