admin
28th May 2021 9:59 pm | অনলাইন সংস্করণ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ৯৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আর এরমাধ্যমে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে সমর্থ হয়েছে লঙ্কানরা। সঙ্গে তারা আইসিসি ওয়ানডে সুপার লিগে প্রথম পয়ন্ট পেয়েছে।
ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট খুইয়ে ২৮৬ রান করে শ্রীলঙ্কা। তাদের হয়ে সর্বোচ্চ ১২০ রান করেন অধিনায়ক কুশাল পেরেরা। ম্যাচটির ফলাফল হতে পারতো অন্যরকম যদি না পেরেরার তিন তিনটি ক্যাচ মিস না করত বাংলাদেশের ফিল্ডাররা। লঙ্কানদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন ধনাঞ্জয়া ডি সিলভা। তিনি এই রান করে অপরাজিত ছিলেন। অপরদিকে বাংলাদেশের হয়ে বল হাতে একাই ৪ উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ। আর ব্যাট হাতে হাফসেঞ্চুরী করেন মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ।
Array