admin
25th Mar 2025 9:09 am | অনলাইন সংস্করণ

স্টাফ রিপোর্ট: সিলেটে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নেয়া আসামিকে আবার গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে শহরের কুমাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি মারামারি ঘটনার এফআইআর ভুক্ত আসামি সুমন নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আসামির পরিচিতজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এক পর্যায়ে তারা জোর করে আসামিকে পুলিশের ভ্যান থেকে ছাড়িয়ে নিয়ে যান। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে আসামি সুমনকে গ্রেফতার করা হয়।
এদিকে, পুলিশের কাজে বাধা প্রধানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
Array