• ঢাকা, বাংলাদেশ

সু কি রিমান্ডে, মামলা মিয়ানমার পুলিশের 

 admin 
03rd Feb 2021 11:17 pm  |  অনলাইন সংস্করণ

সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অং সান সু কিকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি রেডিও ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করেছে মিয়ানমার পুলিশ। তাদের দাবি, সু সকির গৃহে তল্লাশি চালিয়ে হাতে বহনযোগ্য একটি ওয়াকিটকি রেডিও পাওয়া গেছে। এটি অবৈধভাবে আমদানি করা হয়েছে। পুলিশ এ অভিযোগে সু কিকে ১৫ ফ্রেব্রুয়ারি পর্যন্ত আটক রাখার দাবি জানিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী নেপিদোর একটি পুলিশ স্টেশনের নথি থেকে জানা যায়, সেনা কর্মকর্তারা সু কির বাড়ি তল্লাশি চালিয়ে ওই ওয়াকিটকি রেডিওটির সন্ধান পায়।

এদিকে, প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট-এর বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ। একইসঙ্গে বুধবার দেশটির পুলিশ নির্বাচিত বেসামরিক নেতা অং সান সু চির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে বলেও জানা গেছে। এসব অভিযোগের মধ্যে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘন এবং অবৈধ যোগাযোগ ডিভাইস ব্যবহার দুটি।

অং সান সু চি কোথায় আছেন, তা এখনও অস্পষ্ট। তবে জানা গেছে, তাকে রাজধানী নেপিদোর নে পি তাউতে তার বাসভবনেই রাখা হচ্ছে। এছাড়া দেশটির সদ্য পদচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট কারাগারে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ আনা হয়েছে। মামলার নথিতে দেখা গেছে, কভিড-১৯ মহামারি চলাকালে সমাবেশ নিষেধাজ্ঞার বিধি লঙ্ঘন করেছেন তিনি।

এর আগে সোমবার ভোরে দক্ষিণ এশিয়ার দেশটিতে অং সান সু চি, উইন মিন্টসহ দলের সিনিয়র নেতাদের আটক করে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী। এরমধ্যে ক্ষমতা দখলে নেতৃত্ব দিচ্ছেন দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ এবং সেনাপ্রধান মিন অং লাইং।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১