admin
20th Jun 2021 11:20 pm | অনলাইন সংস্করণ

বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক মানের গড়ে তুলতে সরকার ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২০ জুন) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘টাইগার মাল্টিপল লঞ্চ মিসাইল সিস্টেম’ উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকায় দেশে যেমন অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, তেমনি সামরিক বাহিনীও আধুনিক হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে সেনাবাহিনীর এডহক ৫১ আর্টিলারি ইউনিটকে অন্তর্ভূক্তিকরণ সনদ তুলে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
অনুষ্ঠান শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শরীয়তপুরের জাজিরাসহ বিভিন্ন সেনানিবাসে নতুন কয়েকটি অফিস ভবন, সৈনিক ব্যারাকসহ অফিসারদের আবাসিক ভবনের উদ্বোধন করেন সেনাপ্রধান।
Array