admin
04th Jan 2019 12:56 am | অনলাইন সংস্করণ

শোকবার্তা
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধী দলীয় নেতা ও সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি.এম. কাদের এবং পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
তাঁরা এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকবার্তায় জাতীয় পার্টির শীর্ষ নেতারা বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম-এর মৃত্যুতে দেশের ইতিবাচক রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। সৈয়দ আশরাফুল ইসলাম- এর আদর্শ অনুকরণীয় হয়ে থাকবে তরুণ প্রজন্মের সামনে। মানুষের কল্যানে তাঁর অবদান দেশের মানুষ চিরদিন মনে রাখবে।
Array