
দুইদিনের সফরে সোমবার ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অংশ নিতে তার এই সফর। এটি নেপালের কোনো রাষ্ট্রপতির প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নেপালের রাষ্ট্রপতির এই সফরে দেশটির সঙ্গে চারটি সমঝোতা স্মারক সই হতে পারে। এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, দুই রাষ্ট্রপতির উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে কয়েকটি চুক্তি বা সমঝোতা স্মারক সই হবে। চুক্তিগুলো মূলত পর্যটন খাত, সাংস্কৃতিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক বিষয়ক হতে পারে বলে আভাস দেন এ কর্মকর্তা।
নেপালের রাষ্ট্রপতির প্রতিনিধি দলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।
মন্ত্রণালয় সূত্র বলছে, আগামীকাল সকালে ঢাকায় আসবেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। এরপর কর্মসূচি অনুযায়ী বিমানবন্দর থেকে সরাসরি সাভারে যাবেন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। ওইদিন বিকেলে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ আব্দুল মোমেন এবং এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বিদ্যা দেবী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি প্যারেড গ্রাউন্ডে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে তিনি বক্তব্য দেবেন।
সন্ধ্যায় নেপালের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। রাতে তিনি রাষ্ট্রপতির নৈশ ভোজে অংশ নেবেন। পরদিন ২৩ মার্চ কাঠমান্ডুতে ফিরে যাওয়ার আগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন নেপালের রাষ্ট্রপতি।
Array