
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, সর্বোচ্চ সতর্কতা মেনে বইমেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে বই মেলা যেকোনো সময় স্থগিত হবে।
সোমবার (১৫ মার্চ) দুপুরে সচিবালয়ে এক সমন্বয় সভা শেষে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এ কথা জানান।
এর আগে শুক্রবার (১২ মার্চ) বইমেলার প্রস্তুতি পরিদর্শনকালে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, স্বাস্থ্যবিধি মেনে অমর একুশে গ্রন্থমেলা হবে।
তিনি বলেন, এবার বিশাল পরিসরে অনুষ্ঠিত হবে মেলা । প্রায় ১৫ লাখ বর্গফুট এলাকাজুড়ে আয়োজিত হবে এবারের মেলা। গতবারের থেকে প্রায় এক-তৃতীয়াংশ বেশি এলাকায় অনুষ্ঠিত হবে এবারের মেলা
এদিকে আগামী ১৮ মার্চ থেকে অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে বলে আগেই জানানো হয়েছিল । চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। করোনা মহামারির কারণে প্রথমবারের মতো ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ মাসে আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে বইমেলার।
Array