• ঢাকা, বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা 

 admin 
13th Nov 2020 10:08 pm  |  অনলাইন সংস্করণ

ক্ষমতাসীন আওয়ামী লীগ স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে।

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তারই সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, ওবায়দুল কাদের ডা. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রহমান, ড. আবদুস সোবহান গোলাপ।

মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নৌকার প্রার্থীদের মনোনয়ন চূড়ান্তের বিষয়টি জানানো হয়।

উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর রাণীনগরে আব্দুর রউফ, পাবনার ইশ্বরদীতে নায়েব আলী বিশ্বাস, বেড়ায় রেজাউল হক, সাতক্ষীরার দেবহাটায় মুজিবর রহমান, যশোরের বাঘারপাড়ায় ভিক্টোরিয়া পারভীন সাথী, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাহাঙ্গীর খান চৌধুরী, নোয়াখালীর বেগমগঞ্জে শাহনাজ বেগম মনোনয়ন পেয়েছেন।

পৌরসভা নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ীতে আবু বক্কর প্রধান, মাদারীপুরের রাজৈরে নাজমা রশীদ, ফরিদপুরের মধুখালীতে খন্দকার মোরশেদ রহমান, ফরিদপুর সদরে অমিতাভ বোস, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তফাজ্জল হোসেনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের দাঁতভাঙ্গায় এসএম রেজাউল করিম, বন্দবেড়ে আব্দুল কাদের, চর শৌলমারীতে এম ফজলুল মণ্ডল, চাঁপাইনবাবগঞ্জের দলদলী ইউনিয়নে আরজেদ আলী, সিরাগঞ্জের মাধাইনগরে আব্দুল হান্নান, বরিশালের উত্তর উলানিয়ায় নূরুল ইসলাম, দক্ষিণ উলানিয়ায় কাজী আব্দুল হালিম, নরসিংদীর তাশিয়ায় মতিউর রহমান, শরীয়তপুরের ডিএমখালিতে মহসিন হক বেপারী, ময়মনসিংহের জাহাঙ্গীরপুরে মোহাম্মদ আলী, হবিগঞ্জের রাজিউড়ায় বদরুল করিম দুলাল, মৌলভীবাজারের বরমচালে সিএম জয়নাল আবেদীন, কুমিল্লার রামচন্দ্রপুর উত্তরে মোহাম্মদ ইকবাল সরকার, রাঙ্গামাটির বড়থলিতে সত্য চন্দ্র ত্রিপুরা, মগবানে বিনিময় চাকমাকে দলীয় মনোনয়ন পেয়েছেন।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১