admin
13th Mar 2025 5:49 pm | অনলাইন সংস্করণ

অনলাইন ডেস্ক : জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, সুপ্রিয় ভট্টাচার্যের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬৩ লাখ ৫৫ হাজার ৫৩৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
এই অপরাধে দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করেন।
সূত্র : বাসস
Array