admin
31st Jul 2020 1:05 pm | অনলাইন সংস্করণ

পিত্তথলিতে সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল ছেড়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সৌদি প্রেস এজেন্সির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছাবার্তা ও অভিনন্দনও জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ । এক টুইটবার্তায় শুক্রবার সকালে এ অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা জানান তিনি।
টুইটে সৌদি বাদশাহ লেখেন, ঈদুল আজহা উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাই। সৃষ্টিকর্তা আমাদের ও আপনাদের জন্য মঙ্গল, আশীর্বাদ, স্বাস্থ্য ও সুস্থতা ফিরিয়ে আনুক।
গত ২০ জুলাই পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহের কারণে ৮৪ বছর বয়সী সৌদি বাদশাহ সালমানকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়।
Array