
যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচন সামনে রেখে ঘৃণা-বিদ্বেষকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা বব ইগার।
বৃহ্স্পতিবার ইহুদি মানবাধিকার সংগঠন সিমোন উইসেনথালের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ঘৃণা ও ক্ষোভ আমাদের তলানিতে নিয়ে যাচ্ছে। রাজনীতিতে এখন ঘৃণাই প্রাধান্য বিস্তার করে যাচ্ছে।
তিনি বলেন, বেঁচে থাকলেও হিটলারও সামাজিক যোগাযোগমাধ্যমকে ভালোবাসতেন। উগ্রপন্থার প্রচারে এটি খুবই শক্তিশালী একটি মাধ্যম।
ডিজনির প্রধান নির্বাহী আরও বলেন, অসুস্থ মানসিকতার লোকদের খুঁজে পেতে সামাজিকমাধ্যম খারাপ লোকদের সুযোগ দিচ্ছে, যেটি খুবই ন্যাক্কারজনক।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ব্যাপক প্রচারযুদ্ধ শুরু হতে যাচ্ছে। তিনি মনে করেন, কাউকে আঘাত না করে নিজের যুক্তি ও কথাগুলো বলা যায়।
সবাইকে নিয়ে একটি সমাজ গড়ার বড় রূপকল্প দেখতে চাই আমরা, বললেন ইগার।
Array