
করোনাভাইরাস এখন ছড়িয়ে পড়ছে বিশ্বের সব জায়গাতেই। এমনকি যেসব জায়গায়, মানুষ বাস করে না, সেখানেও। এরই জ্বলজ্যান্ত উদাহরণ মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সর্বোচ্চ এই শৃঙ্গের বেসক্যাম্পেও পৌঁছেছে করোনা। বসন্তকালের ক্লাইম্বিং সেশন থেকে অভিযাত্রীরা ফিরে আসার পর একজনের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাস।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই ব্যক্তি নরওয়ের বাসিন্দা। বৃহস্পতিবার তার শারীরিক পরীক্ষায় কোভিড-১৯ ধরা পড়েছে। ফলে যারা এভারেস্ট বয় করতে গিয়েছেন, তাদের মধ্যও করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
গত বছর নেপালেও ছড়িয়ে পড়েছিল করোনা মহামারী। তখন উপযুক্ত ব্যবস্থাও নিয়েছিল দেশটি। কিন্তু পরে কোয়ারেন্টাইনের নিয়ম অনেকটা শিথিল করে দেয় তারা। ফলে অনেকেই ফের এভারেস্ট জয় ও এভারেস্টের বেসক্যাম্পে পৌঁছতে আগ্রহী হয়।
তবে নরওয়ের এই অভিযাত্রীর শরীরে করোনা ধরা পড়ায় চিন্তায় পড়েছে নেপাল সরকার। ওই অভিযাত্রীর নাম আর্নেল্ড নেস। ফেসবুকে তিনি লিখেছেন, তিনি কোভিড-১৯ আক্রান্ত। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার খেয়াল রাখছে।
নেস করোনা আক্রান্ত হওয়ার পর এভারেস্টের বেসক্যাম্প থেকে তাকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুর একটি হাসপাতালে উড়িয়ে নিয়ে আসা হয়। তার দলের ৫ জন শেরপাও করোনা আক্রান্ত। নেস একটি সাক্ষাৎকারে বলেন, তারা আশ, আর কেউ হিমালয়ের উঁচু ওই জায়গায় করোনায় আক্রান্ত হবে না। ৮ হাজার মিটারের উপরে গেলে কাউকে সেখান থেকে হেলিকপ্টারে করে সরিয়ে নিয়ে আসা অসম্ভব। তার উপর অত উচ্চতায় শ্বাসপ্রশ্বাসেও সমস্যা দেখা দেয়। সেখানে পর্বতারোহীরা করোনায় আক্রান্ত হলে সমস্যা আরও বাড়বে।
নেস জানিয়েছেন, তারা যাতে সংক্রমিত না হন সেজন্য পাহাড়গুলোতে দ্রুত উঠে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার আগেই তিনি করোনায় আক্রান্ত হন।
Array