
বৈশ্বিক সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক চলতি বছর ১০ হাজার কর্মী নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটির পণ্য ও প্রকৌশল বিভাগের জন্য এ উল্লেখযোগ্যসংখ্যক কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ বিপুলসংখ্যক নতুন কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনার কথা জানান। খবর সিএনবিসি।
বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নভেল করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করে সতর্কতা জারি করেছে। ভয়াবহ এ পরিস্থিতিতে বিশ্বের অনেক প্রতিষ্ঠান যখন কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে, ফেসবুক তখন নতুন করে কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। শেরিল স্যান্ডবার্গের ভাষ্যে, ফেসবুক তাদের পণ্য ও প্রকৌশল বিভাগের জন্য চলতি বছরের শেষ নাগাদ বাড়তি ১০ হাজার কর্মী নিয়োগের আশা করছে। এ বিপুলসংখ্যক কর্মী নিয়োগে আগ্রাসী নীতি অনুসরণ করা হবে বলে জানান তিনি। অর্থাৎ খুব অল্প সময়ে এসব বাড়তি কর্মী নিয়োগ দেয়া হবে।
সিএনবিসির এক প্রতিবেদক প্রশ্ন রেখেছিলেন করোনা পরিস্থিতিতে ফেসবুক কর্মী ছাঁটাই হবে না, এমন কোনা প্রতিশ্রুতি শেরিল স্যান্ডবার্গ দিতে পারেন কিনা? জবাবে তিনি জানান, ফেসবুক চলতি বছর উল্লেখযোগ্যসংখ্যক নতুন নিয়োগের বিষয়ে ভাবছে।
শেরিল স্যান্ডবার্গ বলেন, বৈশ্বিক অনেক প্রতিষ্ঠান যখন কর্মীবাহিনী সংকুচিত করার পরিকল্পনা করছে, আমরা তখন নতুন নিয়োগ দিতে কাজ করছি। এক্ষেত্রে আমরা ভাগ্যবান। ফেসবুকের বিদ্যমান কর্মীদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। প্রয়োজন বলেই আমরা নতুন কর্মী নিয়োগে কাজ করছি। অবশ্য নতুন নিয়োগপ্রাপ্তরা চুক্তিভিত্তিক কাজ করবে নাকি পুরোপুরি ফেসবুকের নিয়ন্ত্রণাধীন কর্মী হিসেবে নিয়োগ পাবে, তা স্পষ্ট করেননি তিনি।
প্রতিবেদন অনুযায়ী, নভেল করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যেই যুক্তরাষ্ট্রে কর্মহীন মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কার মুখেই শেরিল স্যান্ডবার্গ নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিলেন।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ জানিয়েছে, চলতি সপ্তাহে দেশটিতে ৬৬ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। গত সপ্তাহে ৩৩ লাখ মানুষ চাকরি হারানোর কথা বলেছিলেন। এর আগে ১৯৮২ সালে এক সপ্তাহে ৬ লাখ ৯৫ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ার কথা বলেছিলেন।
শেরিল স্যান্ডবার্গ বলেন, নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে। ১০ কোটি মার্কিন ডলার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য অনুদান দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া ডব্লিউএইচওর নানা তথ্য ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর কাজ করছে ফেসবুক। এর বাইরে নিজেদের সোস্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে ভুয়া তথ্য সরিয়ে ফেলতে কাজ করছে ফেসবুক।
নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। এ পরিস্থিতিতে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা মোকাবেলায় ২ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ফেসবুক। গত মাসে সোস্যাল মিডিয়া জায়ান্টটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ নভেল করোনাভাইরাস মোকাবেলায় এ অনুদানের ঘোষণা দিয়েছেন।
Array