admin
06th Mar 2021 8:57 pm | অনলাইন সংস্করণ

বিদেশি নাগরিকরা বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নিতে পারবেন । আগামী ১৭ মার্চ থেকে দেশে বসবাসরত ও কার্যরত বিদেশি নাগরিকদের করোনাভাইরাসের টিকা নিবন্ধন শুরু হবে।
শনিবার (৬মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৭ মার্চ বিদেশিদের টিকা নিবন্ধনের ওয়েবসাইট সুরক্ষায় একটি আলাদা ট্যাব যুক্ত করা হবে।
উল্লেখ্য, ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি চলছে দেশে।
Array