
বিদায়ী বছর ২০১৯ সালটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ভালো খারাপের মধ্যে দিয়ে গেছে। ক্রিকেটাররা যেমন আয়ারল্যান্ডে প্রথম ত্রিদেশিয় সিরিজ জিতেছেন। তেমনি ঘরের মাঠে টেস্ট হেরেছেন আফগানিস্তানর কাছে। ফুটবলাররা যেমন লাওসকে হারিয়েছে তেমনি হেরেছে ভুটানের কাছে। তবে আর্চারিতে সাফল্যের গল্পই লেখা হয়েছে। রোমান সানা আর্চারির তারকা বনে গেছেন। নেপালে এসএ গেমসে দশটি স্বর্ণ এসেছে আর্চারি থেকে। গল্পের বড় জায়গা জুড়ে আছে রোমান সানার নাম। দুর্দান্ত বছর কাটানো সানা তাই পেলেন আরও একটি পুরস্কার। স্বীকৃতি পেলেন বিশ্ব আর্চারি ফেডারেশনের।
রিকার্ভ ছাড়াও সেরা ‘ব্রেক থ্রু’ আর্চারের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন সানা। তিনি গত জুনে আর্চরির বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিতে উঠে ইতিহাস গড়েন। প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি ২০২০ টোকিও অলিম্পিকে খেলার ছাড়পত্র পান। সেপ্টেম্বরে তিনি ফিলিপাইনে এশীয় র্যাংকিং আর্চারিতে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতেন।