
ঢাকা- শনিবার ২৬ জানুয়ারি, ২০১৯ ঃ
জাতীয় পার্টির মহাসচিব এবং বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ্য হয়ে উঠছেন। বলেন, আগামী ৩০ জানুয়ারির মধ্যেই চিকিৎসা শেষে তার দেশে ফিরে আসার সম্ভবনা রয়েছে। মসিউর রহমান রাঙ্গা আশা প্রকাশ করে বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের মাঝে ফিরে এসে আবারো জাতীয় পার্টির হাল ধরবেন। আবারো নেতৃত্ব দেবেন, কথা বলবেন সাধারন মানুষের জন্য। তিনি বলেন, মহান আল্লাহ্র হুকুমেই হুসেইন মুহম্মদ এরশাদ তিনবার ক্বাবা শরিফ এবং রাসুল (স.) এর রওজা মোবারকের কাছে গিয়ে জিয়ারত করেছেন। এ সৌভাগ্য সবার হয়না, আর এমন এক ভাগ্যবান মানুষের সেবা থেকে নিশ্চয়ই আল্লাহ আমাদের বঞ্চিত করবেন না।
আজ বৃহস্পতিবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের জাতীয় মহিলা পার্টি আয়োজিত হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পার্টির মহাসচিব এবং বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।
দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নুর-ই-হাসনা লিলি চৌধুরী, এসএম ফয়সল চিশতী, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, মীর আবদুস সবুর আসুদ, উপদেস্টা- রওশন আরা মান্নান, নাজমা আক্তার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, হেনা খান, সরদার শাহজাহান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।
সম্পাদক মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ ইসহাক ভুইয়া, মোবারক হোসেন আজাদ, ফকরুল আহসান শাহজাদা, নির্মল দাস, মোঃ বেলাল হোসেন, এমএ রাজ্জাক খান, হুমায়ুন খান, শারমিন পারভীন লিজা, সৈয়দা পারভীন তারেক, ডাঃ সেলিমা খান, মনোয়ারা তাহের মানু, মাহমুদা রহমান মুন্নি, এ্যাড. শাহিদা রহমান রিংকু, এড. লাকী বেগম, কেন্দ্রীয় নেতা- শামসুল হুদা, মিজানুর রহমান দুলাল, মোঃ আলী খান, রিতু নুর, মিনি খান, জেসমিন নুর প্রিয়াংকা, জাহানারা মুকুল, মোমেনা বেগম, মেহের নিগার রিতা, তাসলিমা আকবর রুনা, রেহানা আলী নিপা, নরুল ইসলাম মিন্টু, সামসেদ তাবরেজ প্রমুখ।
Array