
সরকার বিগত দশ বছরে যে উন্নয়ন করেছে তা এশিয়ার জন্য মাইফলক। পাকিস্তানের রাজনৈতিকদলগুলোও পাকিস্তানকে বাংলাদেশের মত উন্নত দেশ হতে চায়। আমাদের অগ্রগতিতে কিছু দেশীয় কুচক্রীর পাশাপাশি কিছু বিদেশী চক্রও বাধা হয়ে দাড়িয়েছে।
ঢাকা-৪ আসনের মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, মহাজোট সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, অগ্রগতি হয়। আরেকটি জোট ক্ষমতায় এলে উন্নয়নের চাকা থমতে যায়। তাই ৩০ ডিসেম্বর উন্নয়নের স্বার্থে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মহাজোট সরকার বিগত দশ বছরে যে উন্নয়ন করেছে তা এশিয়ার জন্য মাইফলক। পাকিস্তানের রাজনৈতিকদলগুলোও পাকিস্তানকে বাংলাদেশের মত উন্নত দেশ হতে চায়। আমাদের অগ্রগতিতে কিছু দেশীয় কুচক্রীর পাশাপাশি কিছু বিদেশী চক্রও বাধা হয়ে দাড়িয়েছে।
তাই সকল দেশপ্রমিক শক্তিকে সজাগ থাকতে হবে। বুধবার বিকাল ৩টায় ৪৭নং ওয়ার্ডের আইজি ট্রাক স্ট্যান্ডে এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় কাউন্সিলর নাসির ভূইয়ার সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন থানা সভাপতি তোফাজ্জল হোসেন, কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, মাইনুদ্দিন চিশতি, বাবু
বিমান বিহারী তালুকদার প্রমুখ। বিকাল চারটায় যুবলীগ ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক কাজী ইব্রাহিম খলিল মারুফের নেতৃত্বে দোলাইপাড়ে বাবলার পক্ষে এক বিশাল গণমিছিল বের করে। মিছিলে বাবলা ছাড়াও বাবলা পত্নী সালমা হোসেন, জাপা কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহীম মোল্লা, জাতীয় ছাত্র সমাজের নেতা শাহ ইমরান রিপন ও থানা ছাত্র সমাজের নেতা কর্মী উপস্থিত ছিলেন। বিকাল সাড়ে ৪টায় ৫৪নং ওয়ার্ডের পোস্তাগোলা মোড়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন বাবলা।
সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন, কাউন্সিলর হাজী মাসুদ, কাজী হাবিবুর রহমান হাবু, শরিফ আলমগীর, আদম আলমগীর। সকালে ৫৪নং ওয়ার্ডের মুন্সিবাড়ীতে প্রচার মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ। নেতৃত্ব দেন শামসুজ্জামান কাজল ও ইব্রাহীম মোল্লা। একই সময়ে ৫৮নং ওয়ার্ডে পথসভা করেন স্থানীয় আওয়ামী লীগ। নেতৃত্ব দেন তাজুল ইসলাম তাজু ও আজিজ আহমেদ। বিকাল ৫টায় মুরাদপুরে প্রচার মিছিল করেন স্বেচ্ছাসেবকলীগ। নেতৃত্ব দেন মোবারক হোসেন, কাজী সোহেল, মামুনুর রশিদ।
Array