admin
09th Nov 2020 3:06 pm | অনলাইন সংস্করণ

অবশেষে ৩৭৫ দিন পর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মিরপুরে দেখা মিলেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ঠিক ১০টার কিছু আগে মিরপুরের হোম অব ক্রিকেটে হাজির হন তিনি।
এর আগে, গেল বছরের (২০১৯) ২৯ অক্টোবর রাতে নিষিদ্ধ হওয়ার পর মাঠ ছেড়েছিলেন সাকিব।
এদিকে আজ সোমবার (০৯ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া ক্রিকেটারদের ফিটনেস টেস্টে অংশ নিতে এরই মধ্যে মাঠে উপস্থিত হয়েছেন সাকিব।
জানা গেছে, দেশসেরা অলরাউন্ডার সাকিব আজ সকাল সাড়ে ৮টার দিকে মিরপুরে ইনডোরে সময় কাটান। এরপর সকাল ১০টার কিছু আগে জিমে ঢোকেন তিনি। কিছুক্ষণ জিম করেই আবার বেরিয়ে যান।
এদিকে চলতি মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরবেন সাকিব।
Array