
চাঁদপুরের মতলবে এক মসজিদের ইমামের কক্ষ থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির নিশ্চিত করেন।
তবে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে তিনি জানান।
শুক্রবার উপজেলার দক্ষিণের পূর্ব কলাদীর এক জামে মসজিদের কক্ষ থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার হয়।
যাদের একজন ইমামের ছেলে বলে জানা গেছে।
ওই মসজিদের ইমামের নাম জামাল উদ্দিন। তার ছেলে রিফাতসহ নিহত অপর দুই শিশুর নাম আব্দুল্লাহ ও ইব্রাহিম।
জামাল উদ্দিন জানান, শুক্রবার জুম্মার নামাজের আগে তিনি তার ছেলে আব্দুল্লাহকে কক্ষে রেখে যান। এ সময় রিফাত ও ইব্রাহিম সে কক্ষে যায়।
তিনি জানান, নামাজ শেষে ছেলেকে ডাকতে গেলে দরজা বন্ধ পাই। পরে অন্যরাও তাদের ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তিন শিশুকে অচেতন অবস্থায় দেখতে পাই।
জামাল উদ্দিনের বাড়ি বরগুনা জেলায়।
পুলিশ জানায়, তাদের তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। হয়ত বিষক্রিয়া বা অক্সিজেন স্বল্পতায় তাদের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, তিন শিশুর লাশ বর্তমানে ২৫০ শয্যার সদর হাসপাতালে রাখা হয়েছে।
Array