
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনের সব ভোট ইভিএমে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান।
৩০০টি আসনের কোন ৬টিতে ইভিএমে ভোট হবে তা এখনও নির্ধারিত হয়নি জানান ইসি সচিব। তিনি জানান, সিটি করপোরেশন এলাকার যে ৬টি আসনে ইভিএমে ভোট নেয়া হবে তা আগামী ২৮ ডিসেম্বর ঠিক করা হবে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৯০০টির মতো কেন্দ্রে যন্ত্রে ভোটগ্রহণ হবে, অর্থাৎ কোনো ব্যালট পেপার থাকবে না।
এর আগে বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল এবারের নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়ে আসছে। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও দিয়েছে।
সম্প্রতি ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব হুমকি দেন, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলে সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে।