• ঢাকা, বাংলাদেশ

৬ মাস পরে দলীয় অনুশীলনে টাইগাররা 

 admin 
21st Sep 2020 11:03 am  |  অনলাইন সংস্করণ
করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘ ৬ মাস অস্বস্তিময় অপেক্ষার পর আবার দলীয় অনুশীলনে ফিরলেন ক্রিকেটাররা। আবারও একসঙ্গে স্ট্রেচিং-রানিং, ফুটবল খেলে গা-গরম আর স্কিল ট্রেনিংয়ের সেই ধারাবাহিকতা। চেনা আবহে ফিরতে পেরে ক্রিকেটারদের শরীরী ভাষায় যেমন, তেমনি কণ্ঠেও ফুটে উঠল উচ্ছ্বাস।
মাস দুয়েক আগে শুরু হয়েছিল ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন, এরপর পর্যায়ক্রমে হয়েছে দুই-তিন জন করে ও পরে ছোট গ্রুপে। অবশেষে রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের নতুন পোশাকে শুরু হলো দলীয় অনুশীলন।
জাতীয় দলের হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স নিক লির তত্ত্বাবধানে ফিটনেস পর্বের পর স্কিল ট্রেনিং পর্ব দেখভাল করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক।
গত মার্চে জিম্বাবুয়ে সিরিজের পর ঢাকা প্রিমিয়ার লিগের এক রাউন্ডের খেলা হয়েই বন্ধ হয়ে যায় দেশে সব রকমের ক্রিকেট। তারপর এই প্রথমবার দলীয় অনুশীলন। ফেইসবুকে সতীর্থদের সঙ্গে একটি ছবি দিয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল লিখেছেন, “দল হিসেবে ফিরতে পারা সবসময়ই দারুণ।”
অনুশীলনের পরে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর কণ্ঠেও ধরা পড়ল চেনা ছন্দে ফেরার আনন্দ।তিনি বলেন“অনেকদিন পর আমরা আজ মিরপুরে দল হিসেবে অনুশীলন শুরু করলাম। খুবই ভালো লাগছে। লকডাউনের সময়টা খুবই কঠিন ছিল, কারণ সতীর্থদের থেকে দূরে, অনুশীলন থেকে দূরে। যতটুকু বাসায় করতে পেরেছি, রানিং বা জিমের কাজগুলো। কিন্তু স্কিলের কাজগুলো করতে পারছিলাম না। এগুলো আবার শুরু করেছি বেশ কিছুদিন হলো। ব্যক্তিগত সেশন হয়েছে। এখন দলীয় অনুশীলন শুরু হলো, এটা দারুণ।”“সতীর্থরাও বেশ উৎফুল্ল এবং আমিও। কারণ দিনশেষে এটা একটা দলীয় খেলা, দলের সবার সাথে মিলে অনুশীলনটা যদি উপভোগ করা যায় ওটা আরও বেশি কার্যকর হয় নিজের জন্য ও সতীর্থদের জন্য।”
Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১