ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল-২০২০ : অন্য দলের সাথে জাতীয় পার্টিকে জড়িয়ে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ ত্রাণের চাল চুরি সম্পর্কে যে মন্তব্য করেছেন আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মাননীয় তথ্যমন্ত্রী তার মিন্টু রোডের বাসভবনে ব্রিফ্রিং-কালে ত্রাণের চাল চুরি করা প্রসঙ্গে অন্য দলের সাথে জাতীয় পার্টির মেম্বার-চেয়ারম্যানরা জড়িত বলে যে মন্তব্য করেছেন তা অনভিপ্রেত ও অনকাঙ্খিত। তার মতো একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে এমন অবাস্তব কথা আমরা আশা করতে পারিনা। কারন, এ পর্যন্ত ত্রাণের চাল চুরি করে যারা ধরা পড়েছে তাদের মধ্যে ১ জনও জাতীয় পার্টির মেম্বার-চেয়ারম্যান নাই। যদি এমন কাউকে পাওয়া যেতো তাহলে তাকে চিরদিনের জন্য জাতীয় পার্টি থেকে বহিস্কার করে আইনের হাতে সোপর্দ করা হতো।
আমি নিন্ম স্বাক্ষরকারী জাতীয় পার্টির পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে, জাতীয় পার্টি কখনও কোনো চোর-দূর্নীতিবাজকে আশ্রয়-প্রশ্রয় দেয়নি এবং কখনো দেবেও না। ত্রাণের চাল চুরি করে যারা ধরা পড়েছে- তাদের পরিচয় দেশবাসী ইতোমধ্যে জেনেছে।
আমরা আশা করি, তথ্যমন্ত্রী মহোদয় দায়িত্বশীল বক্তব্য প্রদান করে সঠিক তথ্যই জনগণের সামনে উপস্থাপন করবেন। অন্যের উপর দোষ চাপালে প্রকৃত অপরাধীরা নিরাপদেই থেকে যাবে।
ধন্যবাদান্তে-
সুনীল শুভরায়
জাতীয় পার্টির চেয়ারম্যানের
প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত